সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মহান বিজয় দিবস উপলক্ষে রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেছে পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি), পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ (পিসিসিপি) ও পার্বত্য চট্টগ্রাম মহিলা পরিষদ (পিসিএমপি) রাঙামাটি শাখা। শুক্রবার (১৬ ডিসেম্বর) সকাল ৮টায় রাঙামাটি কেন্দ্রীয় শহীদ মিনারে ফুল দিয়ে শ্রদ্ধা জানায় সংগঠনটির নেতাকর্মীরা।
এসময় উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদের রাঙামাটি জেলা সাধারণ সম্পাদক মোঃ সোলায়মান, প্রচার সম্পাদক মোঃ হুমায়ন কবির, পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ রাঙামাটি জেলা সভাপতি মোঃ হাবীব আজম, সাধারণ সম্পাদক মোঃ তাজুল ইসলাম, ছাত্রনেতা শহীদুল ইসলাম, মোঃ সজীব প্রমুখ।