বৃহস্পতিবার | ১৬ জানুয়ারী, ২০২৫
বান্দরবানে

পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষ্যে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২২ ০৭:২৩:২৭ | আপডেটঃ ১৫ জানুয়ারী, ২০২৫ ১১:২২:৫৯  |  ৬২৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উপলক্ষে বান্দরবানে এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার (১৪ ডিসেম্বর) সকালে বান্দরবান পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে মা ও শিশু কল্যাণ কেন্দ্রে এই এ্যাডভোকেসী সভা অনুষ্ঠিত হয়।

এসময় সভায় জানানো হয়, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে আগামী ১৭থেকে ২২শে ডিসেম্বর পর্যন্ত বান্দরবানের ৭টি উপজেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন হবে। আর প্রচার সপ্তাহ উপলক্ষ্যে  বান্দরবানের দুর্গম এলাকার মা ও শিশুদের স্বাস্থ্যসেবার পাশাপাশি বিভিন্ন পরামর্শ ও ওষুধ প্রদান করা হবে।

এসময় এ্যাডভোকেসী সভায় কৈশোরকালীন মাতৃত্বরোধ করা,কিশোর-কিশোরীদের প্রতি সংহিংসতা কমানো, অপুষ্টি রোধ করতে সচেতন করা এবং পরিবার পরিকল্পনা সেবা গ্রহণ করতে সকলের প্রতি আহবান জানান বিশেষজ্ঞ চিকিৎসকেরা।

সভায় বান্দরবান পরিবার পরিকল্পনা কার্যালয়ের উপ-পরিচালক ডা: অংচালু, সহকারী পুলিশ সুপার মো:ছালাহ উদ্দিন, পার্বত্য জেলা পরিষদের সদস্য দুংড়ি মং মার্মা, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম জাহাঙ্গীর, ডা: মো: নুুরুস সাফা চৌধুরী, ডা: কামরুল মনির রিবনসহ পরিবার পরিকল্পনা বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও বিশেষজ্ঞ চিকিৎসকরা উপস্থিত ছিলেন।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions