সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। রাঙামাটির লংগদু উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে শহীদ বুদ্ধিজীবী দিবস-২০২২ পালিত হয়েছে। বুধবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তোলন এবং জাতীয় ও দলীয় পতাকা অর্ধনমীত রাখা হয়।
এ সময় দলীয় কার্যালয়ে শহীদ বুদ্ধিজীবীদের স্মরণে এক মিনিট নীবরতা পালন করা হয়। পরে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল আলী'র সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বাবুল দাশ বাবু'র সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় শহীদের স্মরণে বক্তব্য রাখেন লংগদু উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ, যুবলীগের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ রফিকুল ইসলাম এবং মাইনীমূখ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন।
শহীদ বুদ্ধিজীবী দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা সুভাষ চন্দ্র দাশ, সাংগঠনিক সম্পাদক মজিবুর রহমান, আইন বিষয়ক সম্পাদক খলিলুর রহমান, মহিলা বিষয়ক সম্পাদিকা আনোয়ারা বেগম ও জেলা পরিষদ সদস্য আসমা বেগম প্রমুখ।
এছাড়াও উপজেলা আওয়ামী লীগ, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি-সম্পাদক ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদের বিদেহী আত্মার শান্তি কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।