রাঙামাটির লোকনাথ ব্রহ্মচারী যোগাশ্রম’র কমিটি গঠন নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদ নিজ জেলাতে সংবর্ধনার দিনেও ঋতুপর্ণার হতাশা- কেউ কথা রাখেনি সাফ বিজয়ী পাহাড়ী কন্যাদের সংবর্ধনা দিলো জেলা প্রশাসন বান্দরবানে বাড়ছে ডেঙ্গু রোগী,নতুন আক্রান্ত আরো ২জন নৌকা বাইচ প্রতিযোগীতার মাধ্যমে বান্দরবানে শুরু হলো ক্রীড়া মেলা
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। “যুক্তির আলোয় শুদ্ধ হোক সমাজ, মুক্ত হোক বিবেক” এই স্লোগানকে সমানে রেখে বান্দরবানে শুরু হয়েছে ৫ দিনব্যাপী বির্তক উৎসব ।
রোববার সকালে বান্দরবান ইয়ুথ ব্লাড ডোনার গ্রুপ এর আয়োজনে বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় মিলানায়তনে বির্তক উৎসবের উদ্বোধন করেন পৌর মেয়র মো: ইসলাম বেবী । এসময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রেড ক্রিসেন্টের বান্দরবান ইউনিটের সাধারণ সম্পাদক এ কে এম জাহাঙ্গীর, প্রেস ক্লাবের সাবেক সাধারন সম্পাদক মিনারুল হকসহ বিভিন্ন বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকেরা।
“ জিপিএ ৫ পাওয়ার আকাঙ্খাই গুণগত শিক্ষার প্রধান অন্তরায়”এই বিষয়ের ওপর প্রথম দিনের বির্তক প্রতিযোগিতায় পক্ষে অংশ নেয় বান্দরবান সরকারি উচ্চ বিদ্যালয় আর বিপক্ষে অংশগ্রহণ করেন রেইছা উচ্চ বিদ্যালয়।
এবারের বির্তক প্রতিযোগিতায় সিনিয়র গ্রুপে ৪টি দল ও জুনিয়র গ্রুপে ১৪টি দল অংশ নিচ্ছে ,আর আগামী ১২ এপ্রিল বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠির সাংস্কৃতিক ইনিস্টিটিউটে পুরষ্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠানের মধ্যে দিয়ে এই বির্তক প্রতিযোগিতার সমাপ্তি ঘটবে।