রাবিপ্রবি এ জাতীয় শোক দিবস পালিত
প্রকাশঃ ১৫ অগাস্ট, ২০১৮ ০৮:১৯:৪২
| আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ ০২:২৩:১৯
|
১৭৭২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রধান কার্যালয় ও অস্থায়ী ক্যাম্পাসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩তম শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
দিবসটি উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রধান কার্যালয় ও অস্থায়ী ক্যাম্পাসে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়।
সকাল পৌনে ৯টার সময় উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী প্রধান কার্যালয় হতে শিক্ষার্থী-শিক্ষক ও কর্মকর্তা-কর্মচারীবৃন্দসহ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ এর উদ্দেশ্যে যাত্রা করেন এবং সকাল ০৯.০০ ঘটিকায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
শ্রদ্ধাঞ্জলি নিবেদনের পর ‘বঙ্গবন্ধু ম্যুরাল’ হতে শিল্পকলা একাডেমি পর্যন্ত এক শোক র্যালীর আয়োজন করা হয়।
এরপর অস্থায়ী ক্যাম্পাসে শিক্ষার্থীদের অংশগ্রহণে ১ ঘন্টাব্যাপী রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং উপাচার্য প্রফেসর ড. প্রদানেন্দু বিকাশ চাকমা রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ করেন।