বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪

রাবিপ্রবি’র অমর একুশে পালন

প্রকাশঃ ২১ ফেব্রুয়ারী, ২০২২ ১০:৪১:০০ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ১২:৩১:১৬  |  ১১৬৬
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ অমর একুশে ফেব্রুয়ারি মহান শহদী দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২২ উপলক্ষ্যে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচি পালন করেছে।

দিবসটি উপলক্ষ্যে সকাল সাড়ে ৬টায় রাঙামাটি শহরের কেন্দ্রীয় শহিদ মিনারে ১৯৫২ সালের ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাঞ্চন চাকমা, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অঞ্জন কুমার চাকমা, শিক্ষক, কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দ।

এরপর সকাল সাড়ে ৭টায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝগড়াবিলস্থ স্থায়ী ক্যাম্পাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জানিয়ে “বঙ্গবন্ধু ম্যুরালে” পুষ্পস্তবক অর্পণ করেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. কাঞ্চন চাকমা।

শিক্ষা |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions