বৃহস্পতিবার | ২৮ মার্চ, ২০২৪

উচ্চ মাধ্যমিকে শতভাগ পাশ কোয়ান্টাম কসমো কলেজ

প্রকাশঃ ১৩ ফেব্রুয়ারী, ২০২২ ০৮:০৬:০৫ | আপডেটঃ ২৮ মার্চ, ২০২৪ ০৯:১৬:১০  |  ১১২৮
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। ২০২১ সালে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় বান্দরবানের ১৩টি কলেজের মধ্যে একমাত্র কলেজ হিসেবে শতভাগ পাশের গৌরব অর্জন করেছে বান্দরবানের লামার কোয়ান্টাম কসমো কলেজ।

কোয়ান্টাম ফাউন্ডেশন এর প্রো-অর্গানিয়ার সৈয়দ আল আমিন জানান, এবার পরীক্ষা দিয়েছে ৭৮জন শিক্ষার্থী। মোট পরীক্ষার্থীর ৫০ভাগই (৩৯ জন) এ প্লাস পেয়েছে, আর বাকি ৩৯জন পেয়েছে এ গ্রেড। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে শতভাগ পাশের তালিকায় (শিক্ষার্থী সংখ্যার ভিত্তিতে) সপ্তম স্থান অধিকার করে এই শিক্ষা প্রতিষ্ঠান।

বিজ্ঞান বিভাগ থেকে ২৩ জন এ প্লাস (জিপিএ-৫.০০)এবং এ গ্রেড পেয়েছে ১০ জন। ব্যবসায় শিক্ষা বিভাগের ৫ জন শিক্ষার্থী এ প্লাস ও ৮ জন এ গ্রেড। মানবিক বিভাগ থেকে ১১জন শিক্ষার্থী এ প্লাস ও ২১জন এ গ্রেড পেয়েছে।

২০১৪ সাল থেকে কোয়ান্টাম কসমো স্কুল ও কলেজের শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে এবং এখন পর্যন্ত শতভাগ পাশের ধারা অব্যাহত রেখেছে। বুয়েট,সরকারি মেডিকেল কলেজসহ সরকারি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন করছে এখানকার শিক্ষার্থীরা।  

শিক্ষা |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions