বৃহস্পতিবার | ১৮ এপ্রিল, ২০২৪
বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট প্রতিযোগিতায়

আবিরের ব্যাটিংয়ে ফাইনালে টিকে থাকলো লেকার্স স্কুল

প্রকাশঃ ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ০১:৪৯:০২ | আপডেটঃ ১৬ এপ্রিল, ২০২৪ ১০:৩৭:১০  |  ২৩৯২
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আজ মঙ্গলবার রাঙামাটি স্টেডিয়ামে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত বঙ্গবন্ধু স্কুল ক্রিকেট প্রতিযোগিতায় লেকার্স পাবলিক স্কুল বর্তমান চ্যাম্পিয়ান মুজাদ্দেদ আল ফেসানী একাডেমীকে ৮৫ রানের ব্যবধানে হারিয়ে ফাইনালে যাওয়ার আশা টিকিয়ে রেখেছে।
সকালে টসে জয়লাভ করে লেকার্স ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়। ব্যাটিংয়ে নেমে লেকার্স স্কুল উইকেট হারালেও ভালো রান তুলতে থাকে। মুহতাসিম ৩৮ ও আরিয়ান ৪৪ রান করে দলকে সুবিধাজনক অবস্থানে রেখে আউট হয়। এরপরে মুজাদ্দেদ ই আল ফেসানীর উপর টর্নেডো বয়ে যায় আবিরের বিধ্বংসী ইনিংসে। আবির মাত্র ৫২ বলে ৭২ রান করে  লেকার্সকে ২৪১ রানের বড় ইনিংস এনে দেয়।

বিরতির পর বর্তমান চ্যাম্পিয়ান মুজাদ্দেদ আল ফেসানী ২৪২ রানের টার্গেটে খেলতে নেমে ৩৬.১ ওভারে ১৫৬ রানে অলআউট হয়ে ৮৫ রানের পরাজয় বরন করে নেয়। লেকার্সের এনামুল কবির ৪ ও মুহতাসিম ৩ উইকেট লাভ করেন।

এ জয়ে লেকার্স স্কুল ফাইনাল যাওয়ার সম্ভবনা জিইয়ে রাখলো। পরবর্তী শহীদ আব্দুল আলী ও রানী দয়াময়ী স্কুলের ম্যাচের উপর এখন ফাইনালিষ্ট কে হবে তা নির্ভর করছে।

স্পোর্টস |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions