২৫ দিন পর রাঙামাটির কর্নফুলী পেপার মিলে কাগজ উৎপাদন শুরু
প্রকাশঃ ২৯ অগাস্ট, ২০১৯ ০৪:২৫:৩৭
| আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ১০:০৭:৫৪
|
২২৫১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। গ্যাস সংযোগ দেওয়া হয়েছে ও রাঙামাটির কর্নফুলী পেপার মিলে। ফলে শুরু হয়েছে কাগজ উৎপাদন। বৃহস্পতিবার ভোর ৫ টা থেকে কাগজ উৎপাদন শুরু হয়। কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক এমএম এ কাদের জানান, গ্যাস সরবরাহ করায় মিলের এক নম্বর মেশিন দিয়ে কাগজ উৎপাদন হচ্ছে। মিলের তিনটি মেশিনের মধ্যে এক নম্বর মেশিন দিয়ে হচ্ছে কাগজ উৎপাদন।
শ্রমিকরা কাজে যোগ দিয়ে কাগজ উৎপাদন করছে। মিল বন্ধ থাকায় এ কদিনে যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল সেটি কাটিয়ে উঠা যাবে বলেন কেপিএম ব্যবস্থাপক।
গত ৪ আগষ্ট কর্নফুলী গ্যাস ডিসট্রিবিউশন কোম্পানী যান্ত্রিক ত্রুটির কথা বলে গ্যাস সরবরাহ বন্ধ করে দিলে বন্ধ হয়ে যায় মিলের কাগজ উৎপাদন। এ নিয়ে এতদিন অসন্তোষ বিরাজ করছিল কেপিএমে।
কর্ণফুলী পেপার মিলে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কারনে কাগজ উৎপাদন বন্ধ হওয়ার বিষয়ে পাহাড়ের জনপ্রিয় অনলাইন সিএইচটি টুডে ডট কম, বেসরকারি টেলিভিশন যমুনা টেলিভিশন, ইন্ডিপেন্ডেট টেলিভিশনসহ বেশ কয়টি গনমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়েছিল।