বৃহস্পতিবার | ৩০ জানুয়ারী, ২০২৫

দ্রব্য মূল্যে স্থিতিশীল রাখতে রাঙামাটিতে জেলা প্রশাসনের বাজার মনিটরিং

প্রকাশঃ ২৯ জানুয়ারী, ২০২৫ ০৫:০৪:৪২ | আপডেটঃ ৩০ জানুয়ারী, ২০২৫ ০৬:৩৫:১০  |  ১৪০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। পবিত্র রমজান মাসকে সামনে রেখে  নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখার লক্ষ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা শহরের  ৯টি ওয়ার্ডের  ওএমএসের  চাল বিতরণ কার্যক্রম এবং বনরুপা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার মনিটরিং করেছেন জেলা প্রশাসক মেহাম্মদ হাবিব উল্লাহ। 
সকালে জেলা প্রশাসনের মনিটরিং টিম  বনরুপা বাজার পরিদর্শন  করেন।

এ সময় উপস্থিত ছিলেন  জেলা পুলিশ সুপার ড.এস এম ফরহাদ হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মো: রুহুল আমীন, জেলা প্রশাসনের এনডিসি মো: শামীম আহমেদ, সদর উপজেলা খাদ্য নিয়ন্ত্রক রুপময় চাকমা, ট্যাগ অফিসার কনক বড়ুয়া, বৃহত্তর বনরুপা ব্যবসায়ী সমিতির সহ-সভাপতি মো: জসীম উদ্দিন, সাধারন সম্পাদক তাপস দাশ প্রমুখ।

এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্রাহ  জানান, পবিত্র রমজান মাসকে সামনে রেখে  নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম স্থিতিশীল রাখতে আমরা জেলা প্রশাসনের পক্ষ  আজ সকাল থেকেই ওএমএস কার্যক্রম ও বনরুপা বাজার পরিদর্শন করেছি। 

কেউ যাতে নিত্য পণ্যের দাম বৃদ্ধি করতে না পারে সে জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে মনিটরিং কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions