বৃহস্পতিবার | ১৪ নভেম্বর, ২০২৪

জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বান্দরবানে জেলা বিএনপি’র জনসমাবেশ

প্রকাশঃ ১৩ নভেম্বর, ২০২৪ ০৭:৫৯:১৪ | আপডেটঃ ১৪ নভেম্বর, ২০২৪ ০৭:১৯:৪৯  |  ১১৪
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে বান্দরবানে জেলা বিএনপির আয়োজনে এক জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৩ নভেম্বর) দুপুর ৩টায় বান্দরবান প্রেসক্লাবের সামনে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয়।

বান্দরবান জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো.জাবেদ রেজা এর সঞ্চালনায় সমাবেশে সভাপতিত্বে করেন বান্দরবান জেলা বিএনপির সভাপতি ম্যামাচিং। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম। এসময় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।
জনসমাবেশে জাতীয়তাবাদী দল বিএনপির কেন্দ্রীয়, জেলা ও উপজেলার বিভিন্ন নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

সমাবেশে বক্তারা বলেন, স্বৈরাচারী আওয়ামীলীগ সরকার দেশকে ধংসযজ্ঞে পরিণত করেছে। উন্নয়নের নামে দেশে লুটপাট আর দুনীর্তি করে তারা কোটি কোটি টাকা আত্মসাত করেছে। এসময় বক্তারা দুনীর্তিগ্রস্থ আওয়ামীলীগ নেতাকর্মীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানান।

সমাবেশে প্রধান বক্তার বক্তব্য দিতে গিয়ে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, আওয়ামীলীগ এর সভাপতি শেখ হাসিনা ও এর সকল নেতাকর্মীদের বিচার এই বাংলাদেশে হতে হবেই। আওয়ামীলীগ এর নেতাকর্মীরা যেভাবে সাধারণ জনগণের ওপর জুলুম করেছে তার কোন ক্ষমা নেই। ৫ই আগস্ট নতুন অন্তর্বতীকালীন সরকার গঠন হয়েছে আর শিক্ষার্থীদের অক্লান্ত পরিশ্রম আর ত্যাগে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠিত হয়েছে আর নতুন বাংলাদেশে আওয়ামীলীগের সকল খুনীদের অবশ্যই বিচার হবেই।

এদিকে সমাবেশের আগে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে দুপুরে বান্দরবান পৌর এলাকার রাজারমাঠ থেকে এক বর্ণাঢ্য শোভাযাত্রা শুরু হয়ে বান্দরবান প্রেসক্লাবের সামনে এসে জড়ো হয়। এসময় নেতাকর্মীরা বিভিন্ন  ব্যানার ও প্ল্যাকার্ড হাতে নিয়ে মিছিলে মিছিলে রাজপথে শ্লোগান দিয়ে মুখরিত করে তোলো।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions