শনিবার | ১৯ অক্টোবর, ২০২৪

রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় আলোচনা ও মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন

প্রকাশঃ ০৯ অক্টোবর, ২০২৪ ০৮:১৫:২৬ | আপডেটঃ ১৭ অক্টোবর, ২০২৪ ১১:০৯:৫৯  |  ১৯১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটিতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে ধর্মীয় আলোচনা, মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও  আগমনী সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে। 
বুধবার সন্ধ্যায় জেলার সবচেয়ে প্রাচীন  এবং কেন্দ্রীয় মন্দির শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরে দুর্গাদেবীর মহাষষ্ঠীর সম্মানে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বক্তারা সকল অশুভ শক্তির বিনাশ সাধনে দুর্গা দেবীর কাছে দেশ ও জাতির মঙ্গল কামনায় শান্তি, সম্প্রীতির বজায় রাখার  জন্য প্রার্থনা করেন।

এসময় রামকৃষ্ণ মিশন সেবাশ্রমের তত্বাবধায়ক স্বামী পূর্ণব্রতানন্দজী মহারাজ, শ্রী শ্রী রক্ষাকালী মন্দিরের প্রধান পুরোহিত রনধীর চক্রবর্তী, রাঙামাটি পৌরসভার সাবেক কাউন্সিলর পুলক দে, মন্দিরের পৃষ্ঠপোষক দীলিপ দে সাধু ,  আশীষ দে  সভাপতি, শ্রী শ্রী রক্ষা কালীবাড়ি  উপস্থিত ছিলেন।

সভার পর মঙ্গল প্রদীপ প্রজ্জ্বলন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions