সোমবার | ২৫ নভেম্বর, ২০২৪

নানিয়ারচরে পূজামণ্ডপে সেনাবাহিনীর অনুদান প্রদান

প্রকাশঃ ০৯ অক্টোবর, ২০২৪ ০৬:৪৬:৩১ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০২:২০:০৮  |  ২৩১

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উপলক্ষে আর্থিক অনুদান দিয়েছেন সেনাবাহিনী।

 

বুধবার ( অক্টোবর) সকাল ১০টায় নানিয়ারচর জোন সদরে জগন্নাথ মন্দির পূজামণ্ডপের নেতৃবৃন্দকে ২০ হাজার টাকা অনুদান দেয় সেনাবাহিনীর নানিয়ারচর জোন।

 

এসময় ১৭ ইস্ট বেঙ্গলের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল তানভির আহমদ নানিয়ারচর জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল তামজিদুর রহমান জগন্নাথ মন্দিরের উপদেষ্টা ইউপি সদস্য প্রিয়তোষ দত্ত এবং জগন্নাথ মন্দিরের ভারপ্রাপ্ত সভাপতি সঞ্জীব দাসের হাতে অর্থ সহায়তা তুলে দেন। এছাড়া যথাযথ ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে শারদীয় দুর্গোৎসব উদযাপনে নিরাপত্তা নিশ্চিতসহ সার্বিক সহায়তার আশ্বাস দেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions