পাহাড়ে সহিংসতার কারণ খুঁজতে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠিত
প্রকাশঃ ২৮ সেপ্টেম্বর, ২০২৪ ০৭:৪২:২৯
| আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ০৭:৩৮:১৯
|
১১৬৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় সাম্প্রদায়িক সহিংসতা ও সংঘর্ষের ঘটনার কারণ উদঘাটনে সাত সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার। গত বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) গঠন করা তদন্ত কমিটিকে আগামী দুই সপ্তাহের মধ্যে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার বরাবর সরেজমিন পরিদর্শন ও তদন্ত পূর্বক প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
তদন্ত কমিটিতে চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (উন্নয়ন) মোহাম্মদ নুরুল্লাহ নূরীকে আহবায়ক করা হয়েছে। কমিটির বাকী সদস্যরা হলেন- রাঙামাটি, খাগড়াছড়ি ও বান্দরবানের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত পুলিশ সুপার।
চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলামের সই করা অফিস আদেশে সাত সদস্যের তদন্ত কমিটিকে রাঙামাটি ও খাগড়াছড়িতে সংঘটিত সহিংস ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধান; ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিতকরণ এবং ভবিষ্যতে একই জাতীয় ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ সুপারিশ প্রণয়নের নির্দেশনা দেওয়া হয়েছে।