সোমবার | ২৩ সেপ্টেম্বর, ২০২৪

রাঙামাটিতে এলডিপির সাম্প্রদায়িক সহিংসতায় ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন

প্রকাশঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:৪১:১৭ | আপডেটঃ ২৩ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:৩২:০২  |  ১৬০
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে সংঘটিত সহিংস ঘটনায় দলের সভাপতি অবসরপ্রাপ্ত কর্নেল অলির নির্দেশনায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকা পরিদর্শনসহ ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও পরিবারের সঙ্গে কথা বলেছেন রাজনৈনিতক দল রাঙামাটি জেলা এলডিপি'র নেতৃবৃন্দ।

সোমবার (২৩ সেপ্টেম্বর) বিকাল ৫টায় শহরের বনরূপা হ্যাপিড় মোড় এলাকা থেকে এডিপি'র নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন শুরু করে বনরূপা বাজার, ক্ষতিগ্রস্ত বনরূপা মসজিদ, মৈত্রী বিহার. এসকে মার্কেটসহ বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।

জেলা এলডিপি'র সভাপতি জানান, পরাজিত শক্তিরাই পাহাড়ে সাম্প্রদায়িক উসকানি দিচ্ছে এবং এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটাচ্ছে।

এসময় রাঙামাটি জেলা এলডিপি'র সভাপতি দীপাকর দেওয়ান, যুগ্ন সাধারণ সম্পাদক হাবিবুর রহমান সেলিম, কোষাধ্যক্ষ আবুল কাশেম, সাংগঠনিক সম্পাদক মো: মিন্টু, দপ্তর সম্পাদক নুরুল আনোয়ার, পৌর এলডিপি'র সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, দপ্তর সম্পাদক মুজিবুর রহমান, গণতান্ত্রিক যুব দল রাঙামাটি জেলার সভাপতি মো: শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক ঈসমাইল হোসেন কালামসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions