সিএইচটি টুডে ডট কম, জুরাছড়ি (রাঙামাটি)। জুরাছড়ি উপজেলা সেনা বাহিনী জোনের অদ্বিতীয় দুই যোগদানের পর থেকে এলাকায় জননিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি ব্যবসা বানিজ্য বৃদ্ধি পেয়েছে।
সোমবার উপজেলা বিশ্রামাগারের সর্বস্তরের জনগণের ব্যনারে আয়োজিত বদলীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিদায় অতিথি বক্তব্যে জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুলকিফলী আরমান বিখ্যাত একথা বলেন।
জুরাছড়ি সর্বস্তরের জনগণের ব্যনারে আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে জুরাছড়ি ইউপি চেয়ারম্যান ইমন চাকমা, বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমা, দুমদুম্যা ইউপি চেয়ারম্যান শান্তি রাজ চাকমা, বনযোগীছড়ি মৌজার হেডম্যান করুনা ময় চাকমা, জুরাছড়ি মৌজার হেডম্যান সন্তোষ দেওয়ান ভারপ্রাপ্ত জোন উপ অধিনায়ক মেজর মোঃ মাসুদ, সেনা কর্মকর্তাগণসহস্থানীয় হেডম্যান, কার্বারী, রাজনৈতিক প্রতিনিধি উপস্থিত ছিলেন।
জুরাছড়ি উপজেলার অদ্বিতীয় দুই এর জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুলফিকার আরমান বিখ্যাত বদলী জনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে দুনীতি প্রতিরোধ কমিটির আহ্বায়ক তপন কান্তি দের ধারা চঞ্চলনায় বক্তব্য রাখেন উপজেলা কাঠ ব্যবসায়ি সমিতির সাধারণ সম্পাদক মোঃ কাসেম, জুরাছড়ি মৌজার হেডম্যান সন্তোষ দেওয়ান, ছোট পানছড়ি এলাকার কার্বারী রাজেশ চাকমা, বিএনপির সভাপতি অনিল বরন চাকমা প্রমূখ।
অনুষ্ঠান শেষে এলাকাবাসী পক্ষে বিদায়ী জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল জুলফিকার আরমান বিখ্যাতকে ক্রেশ তুলে দেন বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কাসেম, গরু ব্যবসায়ী সমিতির সভাপতি আনন্দ প্রিয় চাকমা, সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি রাবেন্দু চাকমা।
এছাড়া উপজেলা নির্বাহী অফিসার জামশেদ আলম রানা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ক্রেশ ও সৌজন্যে উপহার তুলে দেন।