মঙ্গলবার | ২৬ নভেম্বর, ২০২৪

রাঙামাটিতে নানা আয়োজনে জন্মাষ্টমী পালন

প্রকাশঃ ২৬ অগাস্ট, ২০২৪ ০২:২৫:৫৯ | আপডেটঃ ২১ নভেম্বর, ২০২৪ ১০:১৮:১৭  |  ২৩৮
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে নানান আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫০ তম জন্ম তিথি বা শুভ জন্মাষ্টমী উদযাপন করা হয়েছে। 

দিনটি উপলক্ষে রাঙামাটিতে  মঙ্গল শোভাযাত্রা ও আলোচনা সভা আয়োজন করা হয়। 

সকালে পৌরসভা প্রাঙ্গনে শ্রীমৎ গীতাপাঠ ও মঙ্গল প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রার  সূচনা করেন  শ্রীমৎ স্বামী সজলানন্দ গিরি মহারাজ, শ্রী নিতাই নুপুর দাশ ব্রহ্মচারী ও পুরোহিত রনধীর চক্রবর্তী।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল এরশাদ হোসেন পিএসসি। সভায় বক্তব্য রাখেন,  অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোতাছের বিল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সাইফুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার দীপু, জেলা জামায়াতের আমীর অধ্যাপক আলীম, জেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি অমলেন্দু হাওলাদার, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অরূপ মুৎসুদ্দি, জন্মাষ্টমী উদযাপন আয়োজন কমিটির আহবায়ক দেবু চক্রবর্তী, সদস্য সচিব মিশু দে সহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

সংক্ষিপ্ত আলোচনায় বক্তারা, ভগবান শ্রী কৃষ্ণের শুভ জন্মাষ্টমী দিনে সকল সম্প্রদায়ের সাথে সম্প্রীতি বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে  পৌরসভা প্রাঙ্গণ থেকে মঙ্গল শোভাযাত্রা বের করা হয়। মঙ্গল শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়। শোভাযাত্রায় বিভিন্ন মন্দিরের প্রতিনিধিসহ বিভিন্ন বয়সী সনাতনী নারী পুরুষ অংশগ্রহণ করে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions