সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। রাঙামাটি জেলার বাঘাইছড়ি উপজেলায় রবিবার (২৫ আগস্ট) ২০২৪ তারিখে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর দায়িত্বাধীন এলাকায় ভারী বর্ষণ ও পাহাড়ী ঢলের কারণে পূর্ব ল্যাইলাঘোনা নামক এলাকায় ৭০ জন বন্যার্ত পরিবারের সদস্যদের মাঝে শুকনা খাদ্য সামগ্রী (প্রতি প্যাকেটে চাউল-০৫ কেজি, ডাউল-০১ কেজি, তৈল-৫০০ গ্রাম এবং আলু-০২ কেজি) বিতরণ করা হয়েছে।
বন্যার্ত পরিবারের মাঝে শুকনা খাদ্য সামগ্রী বিতরণ এর সময় উপস্থিত ছিলেন মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান, পদাতিক, উপ-অধিনায়ক, মেজর নোমান আল ফারুক, পদাতিক এবং ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার, সহকারী পরিচালক মোঃ আজিমুল হক, পিবিজিএম।
কার্যক্রম চলাকালীন সময়ে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি) এর অধিনায়ক, লেঃ কর্নেল মোহাম্মদ আতিকুর রহমান, পদাতিক বলেন সীমান্ত নিরাপত্তার পাশাপাশি স্থানীয় জনগণের পাশে থেকে মারিশ্যা ব্যাটালিয়ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে এবং ভবিষ্যতেও এই কাজের ধারা অব্যাহত থাকবে।