সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। আবার আজ( রবিবার) সন্ধ্যা ৭.১৫ মিনিট এ ছাড়া হলো কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জল কপাট। এবার প্রতিটি জলকপাট দিয়ে ৪ ইঞ্চি করে পানি ছাড়া হচ্ছে।
আজ সন্ধ্যা ৭ টায় কাপ্তাই লেকের পানির লেভেল ছিল ১০৮.৬০ ফুট মীনস সি লেভেল। এর আগে আজ সকাল ৮ টায় কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ১৬ টি জলকপাট ৬ ইঞ্চি করে খুলে দেওয়া হলেও দুপুর ২ টায় সব কটি জলকপাট বন্ধ করে দেওয়া হয়। কিন্তু বিকেলে কাপ্তাই লেকে পানির লেভেল বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত গ্রহন করা হয় বলে জানান কাপ্তাই বিদ্যু কেন্দ্রের ব্যবস্থাপক এটিএম আব্দুজ্জাহের।
তবে এই পানি ছাড়ায় নিন্মাঞ্চল প্লাবিত হবার সম্ভাবনা নেই বলে জানান পিডিবি কর্তৃপক্ষ।