বৃহস্পতিবার | ১২ সেপ্টেম্বর, ২০২৪

গণমাধ্যম কর্মীদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন

প্রকাশঃ ২০ অগাস্ট, ২০২৪ ০১:১৬:২১ | আপডেটঃ ১২ সেপ্টেম্বর, ২০২৪ ০৩:০৩:৩৮  |  ২৫৩
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের ৭টি প্রতিষ্ঠানসহ দেশের বিভিন্ন স্থানে সাংবাদিকদের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে মানববন্ধন করেছে স্থানীয় গনমাধ্যম কর্মীরা।

মঙ্গলবার বেলা ১১টায় রাঙামাটি জেলা প্রশাসক কার্যালয়ের চত্বওে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এসময় স্থানীয় গণমাধ্যম কর্মীরা মুখে কালো মাস্ক পরে মানববন্ধনে অংশ নিয়ে সংহতি প্রকাশ করেন।

ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপের নিউজ২৪ ও দৈনিক বাংলাদেশ প্রতিদিনের রাঙামাটি রিপোর্টার ফাতেমা জান্নাত মুমু’র সভাপতিত্বে এতে রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, দৈনিক গিরিদর্পন সম্পাদক এ কে এম মকছুদ আহমেদ, দৈনিক কালের কন্ঠের প্রতিনিধি ফজলে এলাহি, চ্যানেল আইয়ের প্রদিনিধি মনছুর আহমেদ ও বাংলা নিউজ২৪ ডটকমের প্রতিনিধি মো. মঈন উদ্দীন বাপ্পী।

মানববন্ধনে গণমাধ্যম কর্মীরা সন্ত্রাসীদের উপর তীব্র ক্ষোভ প্রকাশ করে বলেন, গণমাধ্যম প্রতিষ্ঠানে হামলা। গণমাধ্যম কর্মীদের উপর হামলাকারীরা কখনো কোন সভ্য জাতি হতে পারেনা। তারা নাশকতা কারী, সন্ত্রাসী। এরা দেশ ও জাতীর শক্র। কারণ গণমাধ্যমের কণ্ঠা রোধ করে কোন দেশ চলেনি। দেশের চতুর্থ স্তম্ভের উপর যারা আঘাত এনেছে তাদের শাস্তি নিশ্চিত করতে হবে।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions