মঙ্গলবার | ২৬ নভেম্বর, ২০২৪

বাঘাইছড়ি পৌর মেয়রের পদত্যাগের দাবিতে ঝাড়ু মিছিল ও আল্টিমেটাম

প্রকাশঃ ১৬ অগাস্ট, ২০২৪ ০৬:৩৯:০২ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ১১:৪৪:৫৮  |  ৪৩০

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি জেলার বাঘাইছড়ি পৌরসভার মেয়রকে ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগের দাবীতে আল্টিমেটাম দিয়েছে উপজেলা বিএনপি তার অঙ্গ সংগঠনের নেতারা। 

 

শুক্রবার (১৬ আগস্ট) সকাল ১০ টায় উপজেলার চৌমুহনী  শাপলা চত্বর থেকে একটি মিছিলটি বের হয়ে উপজেলা সদর প্রদক্ষিন করে   চৌমুহনী মুক্ত মঞ্চে এসে বিক্ষোভ  সমাবেশ করে।

 

 

এসময় বিক্ষোভ সমাবেশে  উপস্থিত ছিলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘাইছড়ি উপজেলা শাখার সহ-সংগঠনিক সম্পাদক মো. হারুনুর রশিদ, যুবদলের সহ-সাধারণ সম্পাদক আবু জাহেদ, সাংগঠনিক সম্পাদক কফিল উদ্দিন, কৃষক দল পৌর কমিটির সাধারণ সম্পাদক সবুজ মিয়া, তাঁতীদলের আহ্বায়ক নূর কবির প্রমুখ।

 

বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা বলেন, আওয়ামী লীগের কোনো জনপ্রতিনিধি কেউ দায়িত্ব পালন করতে পারবে না। পৌরমেয়র সহ  যারা এখনো দায়িত্ব পালন করছে তাদের আগামী ৭২ ঘণ্টার মধ্যে পদত্যাগ করতে হবে। যদি এর মধ্যে পদত্যাগ না করে, তাহলে ছাত্র সমাজ গণভবনের মতো পৌরসভা অবস্থা তৈরি করবে। 

 

বক্তারা আরোও বলেন, একতরফা নির্বাচনের মধ্যে দিয়ে অবৈধ ভাবে বাঘাইছড়ি পৌরসভার চেয়ারে বসে মোঃ জমির হোসেন লুটপাট করেছে। সাধারণ মানুষের উপর অত্যাচার নির্যাতন করেছে। এছাড়া বিভিন্ন উন্নয়ন মূলক প্রকল্পে অর্থ আত্মসাৎ করে রাতারাতি  অবৈধ সম্পদের পাহাড় গড়ে তুলেছেন বলে অভিযোগ করেন। 

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions