সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রাবিপ্রবি) শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীদের 'দলীয় রাজনীতি' নিষিদ্ধ ঘোষণা করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (১৩ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের রিজেন্ট বোর্ডের জরুরি বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে এক বিজ্ঞপ্তি জানানো হয়েছে।
বিকেলে রাবিপ্রবির উপ-রেজিস্ট্রার অনিল জীবন চাকমার সই করা জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়, এতদ্বারা রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের অবগতির জন্যে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে, অদ্য ১৩ আগস্ট তারিখে অনুষ্ঠিত রিজেন্ট বোর্ডের জরুরি (৬ষ্ঠ) সভার সিদ্ধান্ত ৬.১ (ক) অনুযায়ী বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের দলীয় রাজনীতি সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হলো।
মঙ্গলবার থেকেই এই সিদ্ধান্ত কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানায় ডেপুটি রেজিস্ট্রার অনিল জীবন চাকমা।