বুধবার | ১১ সেপ্টেম্বর, ২০২৪

শিক্ষা প্রতিষ্ঠান খুললেও লংগদুতে শিক্ষার্থীদের উপস্থিতির হার কম

প্রকাশঃ ১১ অগাস্ট, ২০২৪ ১২:০৮:৪৩ | আপডেটঃ ১০ সেপ্টেম্বর, ২০২৪ ১০:৪২:৪২  |  ১৯৯

সিএইচটি টুডে ডট কম,  লংগদু (রাঙামাটি)। পার্বত্য জেলা রাঙামাটির লংগদু উপজেলার সকল শিক্ষা প্রতিষ্ঠান খুললেও ছাত্রছাত্রীদের উপস্থিতির হার কম। দেশের বিরাজমান পরিস্থিতির ফলে সকল শিক্ষা প্রতিষ্ঠান অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক আদেশে সকল প্রতিষ্ঠান গত মঙ্গলবার থেকে খোলার নির্দেশ দেওয়া হয়। নির্দেশ মোতাবেক সকল শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখলেও শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। অনেক অভিভাবক ভয় আতঙ্কের কারণে তাদের সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠাচ্ছে না বলে জানা গেছে।

 

রবিবার (১১ আগস্ট) লংগদু উপজেলার সরকারি-বেসরকারি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে দেখা গেছে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রছাত্রীদের উপস্থিতির সংখ্যা একেবারে কম। কয়েকজন প্রতিষ্ঠান প্রধানের সাথে আলাপকালে তারা জানায়, ভয় আতঙ্কের ফলে শিক্ষার্থীরা শিক্ষাপ্রতিষ্ঠানে আসছে না। তাই উপস্থিতি কম।

 

লংগদুর উচ্চ মাধ্যমিক, মাধ্যমিক, নিম্ম মাধ্যমিক, প্রাথমিক কিছু মাদ্রাসা প্রধানগণ জানায়, আমরা নির্দেশনা পেয়ে সাথে সাথে প্রতিষ্ঠান খুলেছি। কিন্তু শিক্ষার্থীদের উপস্থিতি কম। অভিভাবকরা ভয়ে তাদের সন্তানদের স্কুলে, কলেজ, মাদ্রাসায় পাঠাচ্ছে না। তবে আশা করা হচ্ছে আগামী - দিনের মধ্যে উপস্থিতির হার বৃদ্ধি পাবে।

 

এদিকে, উপজেলার একমাত্র সরকারি স্কুল লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রশিদুল ইসলাম জানান, আমাদের প্রতিষ্ঠান খোলা রেখেছি। তবে শিক্ষার্থী উপস্থিতির হার কম। আশা করছি আগামী কয়েকদিনের মধ্যে শিক্ষার্থীদের উপস্থিতি বৃদ্ধি পাবে।

 

প্রসঙ্গত, লংগদু উপজেলায় ১টি সরকারি ডিগ্রী কলেজ, ১টি ডিগ্রী ফাযিল মাদ্রাসা, ১টি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল এন্ড কলেজ সহ বেসরকারি কলেজ ৩টি, ১০টি মাধ্যমিক বিদ্যালয়, ৩টি দাখিল মাদ্রাসা, ৬টি নিম্ন মাধ্যমিক বিদ্যালয়, ৭৪টি প্রাথমিক বিদ্যালয় ২টি এবতেদায়ী মাদ্রাসা রয়েছে।

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions