পাহাড় এবং সমতলের মধ্যে কোন বিভেদ থাকবে না এমন বাংলাদেশ চাই : হাসনাত আবদুল্লাহ রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘাইছড়ির সাবেক মেয়রের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ কাজে দীর্ঘসূত্রিতা পরিহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : পার্বত্য উপদেষ্টা
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। বাঘাইছড়ি উপজেলায় উপজেলা সদর পুকুরের পানিতে ডুবে এক কিশোরের মৃত্যু হয়েছে। আজ রবিবার (১১ আগষ্ট) সকাল আনুমানিক সাড়ে ১১টায় দিকে উপজেলা সদরের পার্শ্ববর্তী গ্রাম হাজীপাড়ায় ঘটনা ঘটে।
নিহত কিশোরের নাম জয়, বয়স ১৫ আনুমানিক। সে ওই এলাকার আইয়ুব আলীর বড় ছেলে।
স্থানীয়রা জানান, আজ রবিবার সকালে জয়কে উপজেলা সদর বাজারে ঘুরা ফেরা করতে দেখেন। কয়েকজন তাকে বাসায় চলে যেতে বলেন। পরে সেখান থেকে ফিরে তার ভাই সহ উপজেলা সদর বাজারের পাশে পুকুরে গোসল করেন, এবং বড় ভাই আগে গোসল শেষ করে বাসায় চলে আসেন। তার কিছুক্ষণ পর স্থানীয় কয়েকজন গোসল করতে গিয়ে দেখে সে পানিতে ডুবে আছে। পরে স্বজনেরা এবং স্থানীয়রা মিলে তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক জয়কে মৃত ঘোষণা করেন।
এছাড়া স্থানীয় সূত্রে জানা যায়, সে জন্মগত ভাবে প্রতিবন্ধী। এছাড়া সে সাঁতার জানতো না বলে জানা যায়।
বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ বিষয়টি নিশ্চিত করে জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় তারা ময়নাতদন্ত ছাড়া লাশ দাফনের জন্য সিদ্ধান্ত নেন।