পাহাড় এবং সমতলের মধ্যে কোন বিভেদ থাকবে না এমন বাংলাদেশ চাই : হাসনাত আবদুল্লাহ রাঙামাটি শহরে কাপ্তাই হ্রদের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু বাঘাইছড়ির সাবেক মেয়রের বিরুদ্ধে জায়গা দখলের অভিযোগ স্থায়ী ক্যাম্পাসের দাবিতে রাঙামাটি মেডিকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ কাজে দীর্ঘসূত্রিতা পরিহার ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে : পার্বত্য উপদেষ্টা
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। কেউ ঝাড়– দিচ্ছেন, কেউ বেলচা হাতে আবর্জনা তুলছেন, কেউ আবার বস্তায় ময়লা ভরছেন। শুক্রবার (৯ আগষ্ট) সকাল ১০টায় এমনি দৃশ্য দেখা মেলে বাঘাইছড়ি উপজেলার চৌমুহনি বাজারে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অংশ হিসেবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ মাহফুজুর রহমান ও আব্দুল আল মামুনের নেতৃত্বে শিক্ষার্থীরা তাদের নিজ উদ্যোগে শহরের বিভিন্ন সড়ক ও ময়লা আবর্জনা পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করছেন।
বৈষম্য বিরোধী একদফা ছাত্র আন্দোলনে সরকার পতনের সময় বিভিন্নভাবে অপরিস্কার হয়ে পড়ে। সেগুলো পরিস্কারের উদ্যোগ গ্রহণ করেছেন দেশের সকল শিক্ষার্থীরা। সারা দেশের ন্যায় বাঘাইছড়িতে ও রাস্তা ও বিভিন্ন স্থাপনায় জমে থাকা আবর্জনা পরিষ্কারের উদ্যোগ নেন আন্দোলনের সফল ছাত্র-ছাত্রীরা। তারা নিজ দায়িত্বে উপজেলা বাজার এবং চৌমুহনি শাপলা চত্বরের আশ পাশ পরিচ্ছন্ন অভিযান চালায়।
তারা বলেন, আসুন সকলে মিলে দেশ গড়ি। এ দেশ আমাদের সবার এটি সুন্দর সু-সৃঙ্খলভাবে গুছিয়ে রাখা আমাদের সবার দায়ীত্ব। তাই আমরা নিজ উদ্যোগে এসব করছি।