মঙ্গলবার | ২৬ নভেম্বর, ২০২৪
রাঙামাটিতে

মাদকদ্রব্যের অপব্যবহার ও পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উদযাপিত

প্রকাশঃ ১৪ জুলাই, ২০২৪ ১২:৩২:১৪ | আপডেটঃ ২০ নভেম্বর, ২০২৪ ১২:৫৬:০২  |  ৩২৯

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি।  মাদকদ্রব্যের অপব্যবহার অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষ্যে রাঙামাটিতে মাদকবিরোধী র‌্যালী,আলোচনা সভা পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।


মাদকের আগ্রাসন দৃশ্যমান, প্রতিরোধেই সমাধান এই প্রতিপাদ্যে রবিবার সকাল সাড়ে ১০টায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ মোশারফ হোসেন খান।


রাঙামাটি অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট জোবাইদা আক্তারের সভাপতিত্বে বাংলাদেশ বেতার রাঙামাটি কেন্দ্রের উপস্থাপক মো: তারেক আহম্মেদের সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ, জেলা সিভিল সার্জন ডা: নূয়েন খীসা, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক রামেশ্বর দাস, জেলা প্রেস ক্লাব সভাপতি মো: সাখাওয়াৎ হোসেন রুবেল, প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে প্রমুখ।


আলোচনা সভা শেষে শিশু-কিশোরদের নিয়ে অনুষ্ঠিত চিত্রাংকন রচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। আলোচনা সভার আগে জেলা প্রশাসক কর্তৃক মাদকবিরোধী বক্তব্যের মাধ্যমে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে থেকে র্যালী অনুষ্ঠিত হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions