রবিবার | ০৮ সেপ্টেম্বর, ২০২৪

কাউখালীতে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

প্রকাশঃ ০৯ জুলাই, ২০২৪ ০৬:৪০:৪৯ | আপডেটঃ ০৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:০৮:৩৯  |  ২৯৯

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। রাঙমাটির কাউখালীতে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।


সভায় উপজেলা নির্বাহী হ্যাপি দাস' সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান সামশু দ্দোহা চৌধুরী। এছাড়াও সভাটিতে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মানস মকুল চাকমা, কাউখালী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফজলুল হক, কাউখালী থানার ওসি (তদন্ত) মোঃ আব্দুল খালেক, ঘাগড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ নাজিম উদ্দীন, ফটিকছড়ি ইউনিয়ন চেয়ারম্যান ঊষাতন চাকমা,উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ বেলাল উদ্দীন সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

বঙ্গবন্ধু বঙ্গমাতা গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে সর্বমোট চারটি ইউনিয়ন ঘাগড়া, কলপতি, ফটিকছড়ি বেতবুনিয়া ইউনিয়ন থেকে ৪দল নারী ফুটবল টিম দল পুরুষ ফুটবল টিম অংশগ্রহন করেন। সভায় আগামী ১১ জুলাই কাউখালী উপজেলা মাঠে বঙ্গবন্ধু বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলায় অংশগ্রহন করবেন ঘাগড়া ইউনিয়ন কলমপতি ইউনিয়ন।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions