মঙ্গলবার | ২৬ নভেম্বর, ২০২৪
রাঙামাটিতে হিজরি নববর্ষের আলোচনা সভা

রাষ্ট্রীয়ভাবে হিজরি নববর্ষ উদযাপনের দাবি

প্রকাশঃ ০৮ জুলাই, ২০২৪ ০৪:০৩:১৫ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০২:৫৮:৪৭  |  ২৮১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। হিজরি নববর্ষ রাষ্ট্রীয়ভাবে উদযাপনে সরকারের প্রতি দাবি জানিয়ে রাঙামাটিতে হিজরি বর্ষবরণ অনুষ্ঠিত হয়েছে। ১৪৪৬ হিজরি সনের নববর্ষের আলোচনা সভায় বক্তারা বলেন, রাষ্ট্রীয় অনেক গুরুত্বপূর্ণ দিবস এবং ইসলামের সকল অনুষ্ঠানাদি হিজরি সালকে কেন্দ্র করেই বিশ^ব্যাপী পালন করা হয়ে থাকে। রাষ্ট্রীয়ভাবে হিজরি নববর্ষ পালনের দাবি জানান বক্তারা।

রাঙামাটি হিজরি নববর্ষ উদযাপন পরিষদের উদ্যোগে সোমবার সকালে রাঙামাটি প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা ও মিলাদ মাহফিল সভা অনুষ্ঠিত হয়।

হিজরি নববর্ষ উদযাপন পরিষদের আহবায়ক আলহাজ¦ এম এ মুস্তফা হেজাজীর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙামাটি প্রেসক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি সরকারি কলেজের প্রভাষক মোহাম্মদ ইকবাল হোসেন, শহিদ হালিম লিয়াকত স্মৃতি সংসদের চেয়ারম্যান অধ্যক্ষ আলহাজ¦ মোঃ আখতার হোসেন চৌধুরী, হিজরি নববর্ষ উদযাপন পরিষদের সদস্য সচিব ইয়াছিন রানা সোহেল, জেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা ক্বারী ওসমান গনি চৌধুরী, সুন্নী ওলামা পরিষদের সভাপতি মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী প্রমুখ।
আলোচনা সভা শেষে মিলাদ কিয়াম অনুষ্ঠিত হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions