মঙ্গলবার | ২৬ নভেম্বর, ২০২৪

বাঘাইছড়ির খেদারমারা ইউনিয়নে ৯০ লিটার মদসহ গ্রেপ্তার ২ জন

প্রকাশঃ ০৬ জুলাই, ২০২৪ ০৩:২১:১৬ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০২:৫৫:১৭  |  ৬১৫

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। শনিবার (০৬ জুলাই) অনুমানিক সকাল সাড়ে ১০টায় বাঘাইছড়ি থানাধীন খেদারমারা ইউনিয়নে দুরছড়ি বাজার থেকে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ এর নির্দেশে এসআই মেহেদী হাসান এর নেতৃত্বে এসআই রাশেদুল হাসান সঙ্গীয় ৯০ লিটার মদসহ জন আসামি গ্রেফতার করেন।

 

গ্রেফতারকৃতরা হলেন, ঝুলন চৌধুরী (৪৫), পেশা: মুদি দোকানদার, পিতা- মৃত তেজেন্দ্র চৌধুরী, মাতা- মিরা চৌধুরী, ০৬ নং ওয়ার্ড, খেদারমারা ইউনিয়ন, থানা- বাঘাইছড়ি, জেলা-রাঙামাটি। 

 

বন দে (৩৫), পেশা: কসমেটিক দোকানদারপিতা- মানিক দে, মাতা- সন্ধ্যা রানী দে, ০৬ নং ওয়ার্ড, খেদারমারা ইউনিয়ন, থানা-বাঘাইছড়ি, জেলা- রাঙামাটি।

 

উক্ত বিষয়ে মামলা প্রক্রিয়াধীন চলছে।

 

এই বিষয়ে বাঘাইছড়ি থানার অফিসার ইনচার্জ ইশতিয়াক আহমেদ বলেন, মাদক ব্যবসায়ী মাদক সেবন কারী মাদক পাচারকারীদের আটক করার জন্য আমরা সব সময় অভিযান পরিচালনা করে যাচ্ছি।আগামীতে এই অভিযান অব্যাহত থাকবে।

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions