রবিবার | ২২ সেপ্টেম্বর, ২০২৪

গুণীজন সম্মাননা প্রদান করেছে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ

প্রকাশঃ ২৮ জুন, ২০২৪ ০৬:০৩:৩৫ | আপডেটঃ ১৫ সেপ্টেম্বর, ২০২৪ ০৯:১৮:১১  |  ৩৮৩

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। শুভ বুদ্ধ পূর্নিমা,  international Vesak Day উপলক্ষে রাঙামাটিতে অষ্টপরিস্কার দান, সংঘদান,  সংবর্ধনা গুণীজন সম্মাননা প্রদান করেছে বৌদ্ধ কৃষ্টি প্রচার সংঘ মহা সংঘনায়ক বিশুদ্ধানন্দ মহাথের বৌদ্ধ বিহার।

 

সকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মাইনি হল রুমে সংগঠনের সভপাতি বীর মুক্তিযোদ্ধা ডা: সুপ্রিয় বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান সাবেক রাষ্ট্রদূত সুপ্রদীপ চাকমা।

 

সময়ে অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন রাঙামাটির পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুপ্রু চৌধুরী, নব পন্ডিত বিহারের অধ্যক্ষ অধ্যাপক . উপানন্দ মহাথের প্রমুখ। 

 

ভগবান বুদ্ধের জন্মগ্রহণ,  বুদ্ধত্ব লাভ পরিনির্বাণ লাভের কারনে দিনটি বৌদ্ধ ধর্মালম্বীদের কাছে খুবই তাৎপর্যপূর্ণ।

 

দিনটিকে কেন্দ্র করে সমাজ সেবা, শিক্ষা, মুক্তিযুদ্ধে অবদান রাখায় বিভিন্নজনকে সংর্বধনা দেয়া হয়৷

 

অনুষ্ঠানে বক্তারা বলেন, বুদ্ধের অহিংসা বানী প্রচারের পাশাপাশি এই মহৎ বানী লালন করা খুবই জরুরী। বিশ্বের যুদ্ধ হানাহানি বন্ধে এই বানী পালনের বিকল্প নাই। সভায় পৃথিবীর সকল প্রাণির মঙ্গল সুখ কামনায় প্রার্থনা করা হয়।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions