ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। বাঘাইছড়িতে "ইউপি" উপ-নির্বাচনের তফসিল ঘোষণা, নির্বাচন ২৭ জুলাই।
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে উপনির্বাচনের তফশিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।
তফশিল অনুযায়ী আগামী শনিবার (২৭ জুলাই) ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার (২৭জুন) নির্বাচন ব্যবস্থাপনা ও সমন্বয় শাখা-২ এর সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ শাহ্জালাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা গেছে।
ঘোষিত তফশিল অনুযায়ী, মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৪ জুলাই, মনোনয়ন যাচাই-বাছাই ৫ জুলাই, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১০ জুলাই, প্রতীক বরাদ্দ ১১ জুলাই ও ভোটগ্রহণ ২৭ জুলাই।
এদিন সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।
উল্লেখ্য, ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের চতুর্থ ধাপে প্রার্থী হতে বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেন অলিভ চাকমা। এরপর বাঘাইছড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের পদটি শূন্য ঘোষণা করা হয়।