ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি)। দুইদিন আগে রাঙামাটির বেতবুনিয়া থেকে চুরি যায় মো. শাহাদাত হোসেনের একটি সিএনজি চালিত অটোরিকশা। স্থানীয়দের সন্দেহের তীর যায় এলাকায় একাধিক আগন্তুকের দিকে। বাড়ান সতর্ক নজরদারি।
এর আগেও এমন একাধিক চুরির ঘটনা ঘটলেও সনাক্ত করা যাচ্ছিল না চোরকে। আজও দুই আগন্তুককে দেখে সন্দেহ চাপে। জেরার মুখে চুরির পরিকল্পনার কথা স্বীকার করলে ডাক পড়ে থানা পুলিশের। পুলিশের হাতে আটক হন মোঃ আজাদ (২৭) ও মোঃ সোলেমান (২৭)। এরপরেই সাধারণ সিএনজি চুরির এ ঘটনা নতুন বাঁক নেয়। বেরিয়ে আসে নতুন তথ্য। দু'জনই চট্টগ্রামসহ বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামী। একইসাথে পেশাদার চোর ডাকাত দলের সক্রিয় সদস্য বলেও স্বীকারোক্তি দিয়েছে পুলিশের কাছে।
কাউখালী
থানার
অফিসার
ইনচার্জ
রাজীব
চন্দ্র
কর
এ
তথ্য
নিশ্চিত
করে
জানিয়েছেন
চুরির
মামলায়
দু'জনকেই
আদালতে
পাঠানো
হয়েছে।
গোটা
চোর
চক্রটিকে
সনাক্ত
ও
আটকের
চেষ্টা
চলছে।
আটক
অভিযান
চালানো
কাউখালী
থানার
এসআই
সাগর
হালদার
জানান,
গ্রেফতার
হওয়া
দু'জনের মধ্যে
মোঃ
আজাদ
চট্টগ্রামের
ফটিকছড়ি
উপজেলার
শাহ
নগর
এলাকার
আবুল
কাসেমের
ছেলে।
আর
মোঃ
সোলেমান
মাদারীপুর
জেলার
শিবচর
উপজেলার
কুতুবপুর
এলাকার
দেলোয়ার
হাওলাদারের
ছেলে।
তারা
দীর্ঘদিন
ধরে
চুরি
ডাকাতি
সহ
বিভিন্ন
অপরাধে
জড়িত।
তবে সিএনজি চুরির মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।