মঙ্গলবার | ২৬ নভেম্বর, ২০২৪

বেতবুনিয়ায় সিএনজি চোর ধরার পর জানা গেল অস্ত্র মামলার আসামী !

প্রকাশঃ ২৫ জুন, ২০২৪ ০৭:১৩:৪৫ | আপডেটঃ ২৬ নভেম্বর, ২০২৪ ০৪:৪৮:৪১  |  ৬৯১

সিএইচটি টুডে ডট কম, কাউখালী (রাঙামাটি) দুইদিন আগে রাঙামাটির বেতবুনিয়া থেকে চুরি যায় মো. শাহাদাত হোসেনের একটি সিএনজি চালিত অটোরিকশা। স্থানীয়দের সন্দেহের তীর যায় এলাকায় একাধিক আগন্তুকের দিকে। বাড়ান সতর্ক নজরদারি।


এর আগেও এমন একাধিক চুরির ঘটনা ঘটলেও সনাক্ত করা যাচ্ছিল না চোরকে। আজও দুই আগন্তুককে দেখে সন্দেহ চাপে। জেরার মুখে চুরির পরিকল্পনার কথা স্বীকার করলে ডাক পড়ে থানা পুলিশের। পুলিশের হাতে আটক হন মোঃ আজাদ (২৭) মোঃ সোলেমান (২৭) এরপরেই সাধারণ সিএনজি চুরির ঘটনা নতুন বাঁক নেয়। বেরিয়ে আসে নতুন তথ্য। দু'জনই চট্টগ্রামসহ বিভিন্ন থানায় অস্ত্র মামলাসহ একাধিক মামলার আসামী। একইসাথে পেশাদার চোর ডাকাত দলের সক্রিয় সদস্য বলেও স্বীকারোক্তি দিয়েছে পুলিশের কাছে।


কাউখালী থানার অফিসার ইনচার্জ রাজীব চন্দ্র কর তথ্য নিশ্চিত করে জানিয়েছেন চুরির মামলায় দু'জনকেই আদালতে পাঠানো হয়েছে। গোটা চোর চক্রটিকে সনাক্ত আটকের চেষ্টা চলছে। আটক অভিযান চালানো কাউখালী থানার এসআই সাগর হালদার জানান, গ্রেফতার হওয়া দু'জনের মধ্যে মোঃ আজাদ চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার শাহ নগর এলাকার আবুল কাসেমের ছেলে। আর মোঃ সোলেমান মাদারীপুর জেলার শিবচর উপজেলার কুতুবপুর এলাকার দেলোয়ার হাওলাদারের ছেলে। তারা দীর্ঘদিন ধরে চুরি ডাকাতি সহ বিভিন্ন অপরাধে জড়িত।


তবে সিএনজি চুরির মামলায় তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়েছে।


এদিকে বেতবুনিয়া রাবার বাগান ফরেনার চেকপোস্ট এলাকা থেকে পাচারের সমশ ১১ লিটার চোলাই মদসহ মোঃ জুয়েল নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে পুলিশ জুয়েল সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার শিয়ালাহাওর এলকার মানিক মিয়ার ছেলে।
রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions