মঙ্গলবার | ২৬ নভেম্বর, ২০২৪

রাঙামাটিতে ক্ষুদে শিক্ষার্থীদের মাঝে সনদ বিতরণ

প্রকাশঃ ২৩ জুন, ২০২৪ ০৪:২৬:৩১ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০১:৩৭:০২  |  ৮১১

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে ক্ষুদে শিক্ষার্থীদের 'স্পোকেন ইংলিশ ফর কিডস' কোর্সের সনদপত্র বিতরণ করা হয়েছে। রোববার (২৩ জুন) বিকালে প্রো-বেটার লাইফ বাংলাদেশের (পিবিএল) হলরুমে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের সনদ বিতরণ করেন রাঙামাটি বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) উপ-উপাচার্য প্রফেসর . কাঞ্চন চাকমা।

 

এতে পিবিএলের পাবলিক রিলেশন অ্যান্ড সেলস ম্যানেজার নুকু চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পিবিএলের প্রশিক্ষক পূরবী খীসা। সনদ বিতরণ অনুষ্ঠানে স্পোকেন ইংলিশ কোর্সের শিক্ষার্থী অভিভাবকগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে ১৩ জুন ক্ষুদে শিক্ষার্থীকে সনদ দেয়া হয়; যারা সকলেই প্রথম এবং দ্বিতীয় শ্রেণীর শিক্ষার্থী।

 

অনুষ্ঠানে অতিথি অভিভাবকরা বলেছেন, ছোট বাচ্চাদের মধ্যে শেখার আগ্রহ বেশি। স্পোকেন ইংলিশ কোর্সের মাধ্যমে ক্ষুদে শিশুরা ছোট অবস্থাতেই সহজভাষায় ইংরেজি শিখতে পারছে। আধুনিক প্রযুক্তির প্রভাব হিসেবে টেলিভিশন ইন্টারনেটে কার্টুন দেখার ফলে বাচ্চারা হিন্দির প্রতি আগ্রহ হচ্ছে। হিন্দির বদলে ইংরেজি শেখাটা খুব বেশি জরুরি।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions