বুধবার | ২৭ নভেম্বর, ২০২৪
রাঙামাটিতে

প্রথাগত প্রতিষ্ঠান সমূহে নারীদের অংশগ্রহণ বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত

প্রকাশঃ ২০ জুন, ২০২৪ ০১:৫৫:৪৫ | আপডেটঃ ২৩ নভেম্বর, ২০২৪ ১২:৩৫:২২  |  ৫২৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে বেসরকারি উন্নয়ন সংস্থা প্রোগ্রেসিভ ও নারী সংঘের উদ্যোগে “পার্বত্য চট্টগ্রামের প্রথাগত প্রতিষ্ঠান সমূহে নারীর কার্যকর অংশ গ্রহণ নিশ্চিতকরণ” শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ১৯ জুন ২০২৪ রোজ বুধবার রাঙামাটি জেলাস্থ আশিকা কনভেনশন হলরুমে“এই কর্মশালাঅনুষ্ঠিত হয়।

চাকমা সার্কেল চীফব্যারিষ্টার দেবাশীষ রায়ের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিএইচটি উইমেন এক্টিভিষ্ট ফোরামের উপদেষ্টা নিরুপা দেওয়ান।

কর্মশালায় পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধি প্রিয় লারমা বাংলাদেশ নারী প্রগতিসংঘ’কে সাধুবাদ জানিয়ে বলেন- পার্বত্য চট্টগ্রামের ১৯০০ সালের শাসন ব্যবস্থায় কার্বারী পুরুষ/নারী হবেন সেটা স্পষ্ট উল্লেখ নেই।

তিনি আরো বলেন- হেডম্যান কার্বারীদেও পার্বত্য চুক্তি বিষয়ে সচেতন হতে হবে। অধিকার প্রশ্নে নারী-পুরুষের ভেদাভেদ, সমঅধিকার, সমমর্যাদা এই কর্মশালাটা সেটারই প্রতিফলন।

চাকমা সার্কেল চীফ ব্যারিষ্টার রাজা দেবাশীষ রায় বলেন- পার্বত্য চট্টগ্রামে যত নারী নেটওয়ার্ক আছে সবাইকে সমন্বিত ভাবে কাজ করতে হবে। পাহাড়ীদেও বিবাহ নথিভুক্ত করণ হচ্ছে কিনা সেটা ফলো আপ করতে হবে। পাশাপাশি ভূমির উত্তরাধিকার, বাল্যবিবাহ রোধ এবং বহুবিবাহ রোধ এ বিষয়ে হেডম্যান কার্বারীদেরও প্রগতিশীল দৃষ্টি দেওয়ার আহ্বান জানিয়েছেন।

অনুষ্ঠানে আরো মতামত দেন - শেফালিকা ত্রিপুরা, ডনাইপ্রু নেলী, শান্তি বিজয় চাকমা, এড. ভবতোষ দেওয়ান, স্বান্তনা খীসা, পুষ্পল কুসুম তালুকদার, রনিক ত্রিপুরা, থোয়াই অং মারমা, বুদ্ধ জ্যোতি চাকমা, জয়া ত্রিপুরা প্রমুখ মতামত প্রদান করেন। কর্মশালাটি সঞ্চালনা করেন সিএইচটি উইমেন এ্যাক্টিভিস্ট ফোরাম এর সদস্য সুপ্তি দেওয়ান।

শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন সিএইচটি উইমেন এ্যাক্টিভিস্ট ফোরাম এর সমন্বয়ক ও প্রোগ্রেসিভ এর নির্বাহী পরিচালক সুচরিতা চাকমা। ধারণাপত্র উপস্থাপন করেন সিএইচটি উইমেন এ্যাক্টিভিস্ট ফোরাম এর সদস্য নুকু চাকমা।

মুক্ত আলোচনা পরিচালনা করেন সিএইচটি উইমেন এ্যাক্টিভিস্ট ফোরাম এর উপদেষ্টা এড. সুস্মিতা চাকমা।

উল্লেখ্য রাঙামাটিতে প্রোগ্রেসিভের উদ্যোগে প্রমোটিং রাইটস থ্রো মোবিলাইজেশন এন্ড এমপাওয়ারমেন্ট প্রকল্পে  সহযোগিতায় করছে বাংলাদেশ নারী প্রগতিসংঘ ও অর্থায়ন করছে  ব্রেড ফর দ্যা ওয়ার্ল্ড ।

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions