সোমবার | ২৩ সেপ্টেম্বর, ২০২৪

রাঙামাটির সাজেকে আঞ্চলিক দলের গোলাগুলিতে নিহত ১

প্রকাশঃ ১৮ জুন, ২০২৪ ০৫:০৬:৩৬ | আপডেটঃ ২১ সেপ্টেম্বর, ২০২৪ ০৪:৪০:১৪  |  ৬২৯

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটির সাজেকের বাঘাইহাট বাজারে পাহাড়ের  আঞ্চলিক দলের গোলাগুলির ঘটনায় শান্তি পরিবহনের এক হেলপার নিহত হয়েছে।

 

মঙ্গলবার(১৮ জুন) বিকালে টার দিকে এই ঘটনা ঘটেছে। নিহত ব্যক্তির নাম- মোঃ নাঈম। তার বাড়ি ফটিকছড়ির নাজিরহাটে। তিনি শান্তি পরিবহনের হেলপারে কাজ করতেন। 

 

দীঘিনালা উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা ডাঃ তনয় তালুকদার জানান, গুলিবিদ্ধ অবস্থায় একজনকে আনা হয়েছে। তবে স্বাস্থ্য কমপ্লেক্স আনা আগে পথে সে মারা গিয়েছে। 

 

রাঙামাটি জেলা পুলিশ সুপার মীর আবু তৌহিদ জানান, আঞ্চলিক দলের গোলাগুলিতে গুলিবিদ্ধ হয়ে  দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক জন মারা গেছে। তবে আরো আহত আছে কিনা সে তথ্য এখনো আমরা পাইনি।

 

এদিকে, রাঙামাটির বাঘাইহাটে এক ব্যক্তি নিহত হওয়ার ঘটনায় নিন্দা জানিয়েছে ইউপিডিএফ। 

 

ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ) রাঙামাটি ইউনিটের সংগঠক সচল চাকমা মঙ্গলবার বিকেলে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার বাঘাইহাটে সন্ত্রাসীদের গুলিতে শান্তি পরিবহণের এক হেলপার নিহত বেশ কয়েকজন আহত হওয়ার ঘটনায় তীব্র নিন্দা প্রতিবাদ এবং অবিলম্বে হত্যকারীদের গ্রেফতার শাস্তিরও দাবি জানিয়েছেন।

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions