ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। মিয়ানমারে আঘাত হানা মাঝারি আকারের এক ভূমিকম্পে কেঁপে উঠেছে পার্বত্য জেলা রাঙামাটি। রবিবার (২ জুন) দুপুরে এ ভূমিকম্প অনুভূত হয়।
আবহাওয়া অফিস থেকে জানা যায়, রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৪ দশমিক ৮। ভূমিকম্পটির উৎপত্তিস্থল মিয়ানমার বলে জানা যায়।
ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রের সহকারী আবহাওয়াবিদ ফারজানা সুলতানা গণমাধ্যমে জানিয়েছে, রবিবার (২ জুন) দুপুর ২টা ৪৪ মিনিট ৫৯ সেকেন্ডে এ ভূমিকম্প অনুভূত হয়। ভূমিকম্পটি মিয়ানমারে ৫ মাত্রায় আঘাত করেছে, যা অনুভূত হয়েছে বাংলাদেশের রাঙামাটি জেলাতেও।
তবে রাঙামাটির বেশিরভাগ লোকজন জানে না ভূমিকম্প হয়েছে। আবার কিছু মানুষ বলছে ভূমিকম্প অনুভূতি হয়েছে।
শুভ মঙ্গল চাকমা জানান, কখন ভূমিকম্প হয়েছে আমি তো কোন কিছু থের পাই নি। মানুষ জন থেকে শুনেছি রাঙামাটিতে নাকি ভূমিকম্প হয়েছে।
মেহেরাজ উদ্দিন শান্ত বলেন, ২/৩ সেকেন্ড এমন ভূমিকম্পের অনুভব হয়েছে।
এদিকে রাঙামাটির আবহাওয়া অফিসের কাছেও এই ভুমিকম্প নিয়ে কোন তথ্য পাওয়া যায় নি। তারাও বিষয়টি জানেন না বলে জানিয়েছে।
রাঙামাটি আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক ক্যাচি নু মারমা বলেন, রাঙামাটিতে ভূমিকম্পের কোন আপডেট আমাদের কাছে নাই। বিষয়টি আমরা জানি না। তবে ভুমিকম্পন পরিমাণ করা হয় চট্টগ্রাম থেকে।