নিম্নআয়ের পরিবারের গৃহবধু সাফিয়া ও নেহেরা বেগম। জ্বালানির লাকড়ির অভাব যেন তাদের নিত্যসঙ্গী। তাই দৈনন্দিন সকাল থেকে দুপুর পর্যন্ত কোমড় পানিতে নেমে ও নৌকাযোগে ছুটেতে থাকেন কাপ্তাই হ্রদের বিভিন্ন কুল কিনারা। সেখানে বিকেল পর্যন্ত সংগ্রহ করা হয় হরেক রকমের ছোট বড় লাকড়ি। হ্রদ থেকে এসব লাকড়ি সংগ্রহ করে শুকানো হয় পাড়ে পরে লাকড়ির বোঝা মাথায় নিয়ে ফিরে আসে বাড়ীতে। এসব লাকড়ি চুলায় জ্বালিয়ে রান্নার কাজ সাড়েন তারা।
সম্প্রতি কয়েক দিনের টানাবৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে কাপ্তাই হ্রদে ভেসে আসে বিভিন্ন সাইজের লাকড়ি। কাপ্তাই হ্রদের বিভিন্ন পাড়ে গেলে এখন দেখা যায়, পাহাড়ি ঢলে ভেসে আসা লাকড়ি সংগ্রহের দৃশ্য। শুধু সাফিয়া ও নেহেরা বেগম নয়, নিম্নআয়ের আরও অনেকে হ্রদের পাড়ে দলবেঁধে ছুটতে থাকেন লাকড়ির খোজে।
ছবিটি রাঙামাটির শহীদ মিনার নদী ঘাঠ থেকে তোলা।
ছবি ও তথ্য - লিটন শীল। ০১-০৬-২০২৪ইং