শুক্রবার | ২০ সেপ্টেম্বর, ২০২৪

বাঘাইছড়ির উগলছড়ি বিল অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর

প্রকাশঃ ৩১ মে, ২০২৪ ০৬:৪৫:০৪ | আপডেটঃ ২০ সেপ্টেম্বর, ২০২৪ ০৬:২৪:০৪  |  ৮৪৬

সিএইচটি টুডে ডট কম, বাঘাইছড়ি (রাঙামাটি)। বাঘাইছড়ির উগলছড়ি বিল অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর প্রতিদিন বিকালে অসংখ্য ভ্রমণপিপাসু এখানে ঘুরতে আসেন

 

রাঙামাটি জেলা বাঘাইছড়ি উপজেলা সদর থেকে (চার) কিলোমিটার (দক্ষিন-পূর্বে) "উগলছড়ি বিল" অবস্থিত। এখানকার স্থানীয়রা এই উগলছড়ি বিল স্থানের নাম "নিউজিল্যান্ড বিল" নামে নামকরণ করেন

 

বিলের একটু দূরে কাচালং নদী। বর্ষা মৌসুমে নদীতে পানি থই থই থাকায় মনোমুগ্ধকর হয়ে ওঠে বিলের চারপাশ। অতি বৃষ্টির ফলে রাস্তায় উঠে আসে পানি। যেন মিঠামইন হাওর অন্যদিকে ঋতুর সাথে সাথে যেন রূপ বদলায় এই উগলছড়ি বিল। শীতের মৌসুমে বিলের পানি শুকিয়ে আসলে চাষিরা সেখানে ধান চাষ করেন। সন্ধ্যা হয়ে ঘন কুয়াশায় চারপাশ অন্ধকার হয়ে যায়। শীতল হাওয়ায় বিভিন্ন যুবকরা আয়োজন করেন বনভোজনের। শীতের মৌসুমে ভিড় জমায় অথিতি পাখি (সময়ের সাথে সাথে মানুষের আনাগোনায় এখন আর তেমন দেখা যায় না) এই প্রাকৃতিক সৌন্দর্য্য উপভোগ করতে অনেকে ছুটে আসেন বিভিন্ন প্রান্ত থেকে। 

 

বাঘাইছড়ি উপজেলার সন্তান শাহ্ আলম বলেন, আমাদের বাঘাইছড়ি উপজেলায় এমন সুন্দর জায়গা আছে যা এখনো অনেকে জানেন না। আবার অনেকে লোকমুখে খবর পেয়ে বিলে বেড়াতে এসে মুগ্ধ তারা। এখানে গ্রামীণ নিরিবিলি পরিবেশে বেড়াতে পেরে ভালো লাগে। আমি প্রায় এখানে সময় কাটাতে আসি। আমার এবং বাঘাইছড়ি বাসীর দাবি এই উগলছড়ি বিল তথা "নিউজিল্যান্ড বিল"কে পর্যটক এলাকা ঘোষণা দিলে পর্যটন মন্ত্রণালয় এর প্রতি আমরা বাঘাইছড়ি উপজেলা বাসী কৃতজ্ঞ থাকবে

 

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions