ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাত পোহালে উপজেলা পরিষদ নির্বাচন। এবারে ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে পার্বত্য জেলা রাঙামাটির ৩টি উপজেলা কাপ্তাই, রাজস্থলী ও বিলাইছড়ি উপজেলায় ভোট গ্রহণ অনুষ্ঠিত হচ্ছে আগামীকাল। এই তিন উপজেলায় মোট ৫১টি ভোট কেন্দ্র রয়েছে। তার মধ্যে হেলিসর্টি কেন্দ্র রয়েছে ৫টি।
সোমবার(২০ মে) সকালে বিলাইছড়ি উপজেলায় ৫টি হেলিসর্টি কেন্দ্রে নির্বাচনী সরঞ্জাম ও জনবল বিমানবাহিনী হেলিকপ্টারের মাধ্যমে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছে দ্বিতীয় ধাপের রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক( সার্বিক) মোঃ সাইফুল ইসলাম।
নির্বাচন অফিস সূত্রে জানা যায়, দ্বিতীয় ধাপে তিন উপজেলায় মোট ৫১ টি ভোট কেন্দ্র রয়েছে। তার মধ্যে ৫টি রয়েছে হেলিসর্টি কেন্দ্র বিলাইছড়ি উপজেলায়। তিন উপজেলায় মোট ভোটার ৯৪ হাজার ৮৭ জন। এরমধ্যে পুরুষ ভোটার ৪৮,৯১৫জন ও মহিলা ভোটার ৪৫, ১৭৩ জন। তিন উপজেলায় এবার চেয়ারম্যান পদে ৭জন, ভাইস চেয়ারম্যান পুরুষ ৫জন এবং মহিলা ভাইস চেয়ারম্যান ৪ জন প্রতিদ্বন্ধিতা করছেন। এরমধ্যে রাজস্থলী উপজেলায় ভোট হচ্ছে কেবল চেয়ারম্যান পদে, ভাইস চেয়ারম্যান পুরুষ ও নারী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
রিটানিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম বলেন, তিনটি উপজেলায় ৫১ টি কেন্দ্রের ভোট গ্রহণ কর্মকর্তা ও ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে।তার মধ্যে বিলাইছড়ি উপজেলার বড়থলি ও ফারুয়া ইউনিয়নের দুর্গমতা বিবেচনায় ৫টি কেন্দ্রে হেলিকপ্টারে করে জনবল ও ভোটের সরঞ্জাম পাঠানো হয়েছে। |