বুধবার | ২৭ নভেম্বর, ২০২৪

রাঙামাটিতে মনোজ বাহাদুরের গুর্খা ভাষায় ‘মেরো কবিতা’ বইয়ের মোড়ক উন্মোচন

প্রকাশঃ ১২ মে, ২০২৪ ০৭:৩৪:৫৩ | আপডেটঃ ২৫ নভেম্বর, ২০২৪ ০২:৪০:৫৩  |  ৩৫৮

সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে মনোজ বাহাদুর গুর্খা কর্তৃক গুর্খা ভাষা অক্ষরে প্রথমবারের মত মেরো কবিতা শীর্ষক পুস্তকের মোড়ক উন্মোচন করা হয়েছে

রবিবার (১২ মে) বিকাল ৫টায় রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে অনুষ্ঠিত পুস্তকের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের উদ্বোধন করেন, বাংলা একাডেমি সাহিত্য পুরস্কারপ্রাপ্ত কবি মৃত্তিকা চাকমা


কবি মুকুল কান্তি ত্রিপুরার সঞ্চালনায় অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, রাঙ্গামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের পরিচালক রুনেল চাকমা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট সাহিত্য গবেষক শিশির চাকমা, প্রেস ক্লাব সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, জেলা শিল্পকলা একাডেমির সাধারন সম্পাদক মুজিবুল হক বুলবুল, কবি শাওন ফরিদ, সাংবাদিক মনসুর আহম্মেদ প্রমুখ


অনুভূতি ব্যক্ত করতে গিয়ে বইয়ের লেখক মনোজ বাহাদুর গুর্খা বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তরিকতার কারনে পার্বত্য চট্টগ্রামে বসবাসরত অন্যান্য সম্প্রদায়ের মতো আমরা গুর্খা সম্প্রদায়ের মানুষেরাও নিজস্ব ভাষা সংস্কৃতি নিয়ে কাজ করার সুযোগ পাচ্ছি এতে করে আমরা আমাদের গুর্খা সম্প্রদায়ের মানুষের কৃষ্টি-সাংস্কৃতি পোষাকের বিষয়ে জানতে পারছে ভবিষ্যতে যদি সবার সহযোগিতা পায় তা হলে আমরাও অন্যান্য ক্ষুদ্র নৃ-গোষ্ঠিদের পাশাপাশি এগিয়ে যেতে সক্ষম হবো

রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions