ইসকন নিষিদ্ধের দাবিতে রাঙামাটিতে তৌহিদী মুসলিম জনতার বিক্ষোভ নির্বাচনী পরিবেশ তৈরির জন্য রাজনৈতিক স্থিতিশীলতাকে অগ্রাধিকার দিচ্ছে সরকার: -ধর্ম উপদেষ্টা রাঙামাটিতে বিশ্ব এন্টিমাইক্রোবিয়াল রেজিষ্ট্যান্স সচেতনামূলক সপ্তাহ পালন বান্দরবানের ইসলামী শিক্ষা কেন্দ্রের পরিচালককে অপসারণের দাবি রাঙামাটিতে ২ দিনের আয়কর মেলার উদ্বোধন
সিএইচটি টুডে ডট কম, লংগদু (রাঙামাটি)। পার্বত্য জেলা রাঙামাটির লংগদুতে সংরক্ষিত বন দখল করে গড়ে তোলা অবৈধ খামারবাড়ী উচ্ছেদ করেছে পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগ।
বৃহস্পতিবার (৯ মে) উপজেলার পাবলাখালী রেঞ্জের রাঙ্গীপাড়া মৌজায় সংরক্ষিত বনে গড়ে তোলা খামারবাড়ীর অবৈধ স্থাপনা ভেঙ্গে দেয় বন বিভাগ।
এসময় উচ্ছেদ অভিযান পরিচালনা করেন লংগদু উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাইফুল ইসলাম। উচ্ছেদ অভিযানে সহকারি বন সংরক্ষক (এসিএফ) শ্যামল কুমার মিত্র উপস্থিত ছিলেন এবং বিজিবি ৩৭ ব্যাটালিয়ন ও গুলশাখালী পুলিশ ফাঁড়ীর সদস্যরা সহযোগীতা করেন।
স্থানীয়রা জানান, দুলাল হোসেন (মায়া পাগলা) নামের একজন স্থানীয় প্রভাবশালী ব্যক্তি প্রায় ৭-৮ বছর আগে বন বিভাগের আগর বাগান দখল করে খামারবাড়ী তৈরী করেন। যেখানে দেশি জাতের গরু, ছাগল, মুরগী ও মাছের চাষ করেন। এছাড়াও প্রায় আট একর জায়গা জুড়ে আম, মাল্টা ও পেঁপে বাগান গড়ে তোলেন।
উচ্ছেদ অভিযানের বিষয়টি নিশ্চিত করে পাবলাখালী রেঞ্জ কর্মকর্তা সজীব মজুমদার জানান, পার্বত্য চট্টগ্রাম উত্তর বন বিভাগের পাবলাখালী রেঞ্জের রাঙ্গীপাড়া মৌজায় বন বিভাগের বেশ কিছু জমি স্থানীয় প্রভাবশালীরা বেদখল করে অবৈধ স্থাপনা গড়ে তুলেছে। পরে বন বিভাগ বাঁধা দিলে দখলকারীরা আদালতের শরনাপন্ন হয়। আদালতে বিষয়টি মিমাংসা করে অবৈধ দখল উচ্ছেদের আদেশ দেন। আজ নির্বাহী ম্যাজিস্ট্রেট স্যারের মাধ্যমে অবৈধ দখলদারের সকল স্থাপনা ভেঙ্গে গুড়িয়ে দেয়া হয়েছে। এছাড়াও দখলকৃত জমিতে বনায়ন করা হয়েছে। তিনি আরও বলেন, অবৈধ দখলদারের বিরুদ্ধে আমাদের উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে।