সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রুমা উপজেলার দুর্গম মুনলাই পাড়া এলাকায় সেনাবাহিনীর অভিযানে কুকি চিন ন্যাশনাল আর্মির একজন সশস্ত্র সন্ত্রাসী নিহত হয়েছে। এসময় অস্ত্র, গোলাবারুদ ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার হয়েছে বলে জানায় আন্ত: বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
সোমবার (২২ এপ্রিল) এই ঘটনা ঘটে বলে জানান আন্ত: বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান। সহকারী পরিচালক রাশেদুল আলম খানের স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।