সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানের রুমা উপজেলা থেকে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে কেএনএফ এর ৯জন সদস্যকে গ্রেফতারের পাশাপাশি ৯টি অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করেছে।
আন্ত:বাহিনীর জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এর সহকারী পরিচালক রাশেদুল আলম খান এর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, সেনাবাহিনীর নেতৃত্বে চলমান যৌথ অভিযানে ১৬ এপ্রিল (মঙ্গলবার) বান্দরবান জেলার রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকা থেকে সশস্ত্র গোষ্ঠী কেএনএফ এর ৯জন সদস্যকে ৯টি অস্ত্র ও গোলাবারুদসহ গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।