সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে সন্দেহভাজন কেএনএফ এর এক সদস্যকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সোমবার (১৫ এপ্রিল) বিকেলে বান্দরবানের চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক মাইসুমা সুলতানা তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
সন্দেহভাজন কেএএনএফ সদস্য হলো হাও লিয়ান বম (৬৭)। তিনি বান্দরবান সদরের লাইমিপাড়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, বান্দরবানের রুমায় ব্যাংক ডাকাতি, মসজিদে হামলা, ব্যাংক ম্যানেজারকে অপহরণ, টাকা-অস্ত্র লুটের ঘটনায় জড়িত থাকার সন্দেহে যৌথবাহিনীর সদস্যরা অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করেছে।
বান্দরবান আদালতের জিআরও বিশ্বজিত সিংহ জানান, লিয়ান বম নামে সন্দেহভাজন কেএনএফ এর এক সদস্যকে আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিচারক।
প্রসঙ্গত, বান্দরবানের রুমা ও থানচি উপজেলায় ব্যাংকে হামলা,টাকা লুটের ঘটনায় এই পর্যন্ত ৯টি মামলা দায়ের করা হয়েছে এবং যৌথবাহিনীর অভিযানে এক জীপ চালকসহ সর্বমোট ৬৩জনকে গ্রেফতার করে জেল হাজতে পাঠানো হয়েছে।