রবিবার | ০১ ডিসেম্বর, ২০২৪

২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটিতে আওয়ামীলীগের বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশঃ ২১ অগাস্ট, ২০২৩ ০৭:৫৫:২১ | আপডেটঃ ২৭ নভেম্বর, ২০২৪ ০৭:৩০:২২  |  ৪২৯
২০০৪ সালের ২১ আগষ্ট আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনার জনসভায় বিএনপি-জামায়াতের গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন। আজ বিকাল ৪টায় পৌরসভা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক ঘুরে বনরুপা সিএনজি ষ্টেশনে গিয়ে শেষ হয়।

জেলা আওয়ামীলীগ সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজি মুছা মাতব্বরের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসাইপ্রু চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মনসুর আলীসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগষ্ট জননেত্রী শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল সরাসরি বিএনপি-জামায়াতের মদদে। তাদের লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগসহ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া। ওই গ্রেনেড হামলায় জড়িতদের বিচার দাবিসহ ভবিষ্যতে বিএনপি-জামায়াতের যে কোনো দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান বক্তারা।

এছাড়া আগামী নির্বাচনে আওয়ামীলীগীর প্রার্থীকে বিজয় করতে নেতা কর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানান বক্তারা।


রাঙামাটি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions