২১ আগষ্ট গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটিতে আওয়ামীলীগের বিক্ষোভ ও সমাবেশ

প্রকাশঃ ২২ অগাস্ট, ২০২৩ ০৭:৫৫:২১ | আপডেটঃ ০১ ডিসেম্বর, ২০২৪ ০৩:২৫:১৩
২০০৪ সালের ২১ আগষ্ট আওয়ামীলীগ প্রধান শেখ হাসিনার জনসভায় বিএনপি-জামায়াতের গ্রেনেড হামলার প্রতিবাদে রাঙামাটিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠন। আজ বিকাল ৪টায় পৌরসভা থেকে শুরু হয়ে বিক্ষোভ মিছিল প্রধান প্রধান সড়ক ঘুরে বনরুপা সিএনজি ষ্টেশনে গিয়ে শেষ হয়।

জেলা আওয়ামীলীগ সভাপতি ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপির সভাপতিত্বে জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজি মুছা মাতব্বরের সঞ্চালনায় সমাবেশে আরো বক্তব্য রাখেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান অংসুইপ্রু চৌধুরী, কাপ্তাই উপজেলা আওয়ামীলীগ সভাপতি অংসাইপ্রু চৌধুরী, পৌর আওয়ামীলীগের সভাপতি মনসুর আলীসহ জেলা আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, ২০০৪ সালের ২১ আগষ্ট জননেত্রী শেখ হাসিনার সন্ত্রাস বিরোধী সমাবেশে গ্রেনেড হামলা চালানো হয়েছিল সরাসরি বিএনপি-জামায়াতের মদদে। তাদের লক্ষ্য ছিল শেখ হাসিনাকে হত্যার মধ্য দিয়ে আওয়ামী লীগসহ দেশের গণতন্ত্রকে ধ্বংস করে দেওয়া। ওই গ্রেনেড হামলায় জড়িতদের বিচার দাবিসহ ভবিষ্যতে বিএনপি-জামায়াতের যে কোনো দেশ বিরোধী ষড়যন্ত্র মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার জন্য নেতাকর্মীদের প্রতি আহবান জানান বক্তারা।

এছাড়া আগামী নির্বাচনে আওয়ামীলীগীর প্রার্থীকে বিজয় করতে নেতা কর্মীদের প্রস্তুতি নেয়ার আহবান জানান বক্তারা।


সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions