শনিবার | ২৮ ডিসেম্বর, ২০২৪

বান্দরবানে উদ্ধারকৃত মোবাইল ফোন মালিককে বুঝিয়ে দিল পুলিশ

প্রকাশঃ ০৭ ফেব্রুয়ারী, ২০২৩ ০৫:৪৬:৫৪ | আপডেটঃ ২৮ ডিসেম্বর, ২০২৪ ০২:০৪:৩৭  |  ৫২৭
সিএইচটি টুডে ডট কম, বান্দরবান। বান্দরবানে বিভিন্ন সময়ে বিভিন্নস্থান থেকে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তার মালিককে বুঝিয়ে দিয়েছে পুলিশ ।

মঙ্গলবার ( ০৭ ফেব্রুয়ারী) দুপুরে বান্দরবান সদর থানা প্রাঙ্গনে বান্দরবানের পুলিশ সুপার মো.তারিকুল ইসলাম উদ্ধারকৃত ১১টি ফোন তাদের মালিকের কাছে হস্তান্তর করেন। এসময় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম শহীদুল ইসলামসহ পুলিশের বিভিন্ন কর্মকর্তা ও উদ্ধারকৃত মোবাইল ফোন এর মালিকেরা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, বান্দরবানের বিভিন্নস্থান থেকে বিভিন্ন সময়ে বেশকিছু মোবাইল ফোন হারিয়ে গেছে এমন ঘটনায় মোবাইল মালিকদের সাধারণ ডায়েরির প্রেক্ষিতে বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে ১১টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে ,তবে এসময় কাউকে আটক করা যায়নি।  পুলিশ আরো জানায় ,সম্প্রতি বান্দরবান সদর থানা পুলিশের বিশেষ অভিযানে গত কয়েকমাসে প্রায় শতাধিক হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে তাদের প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হয়েছে এবং এই ফোনগুলি চুরির  ঘটনার পেছঁনে যে বা যারা সক্রিয় রয়েছে তাদের আটকের কাজ করছে পুলিশের সদস্যরা।

বান্দরবান |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions