বৃহস্পতিবার | ১৬ জানুয়ারী, ২০২৫

খাগড়াছড়িতে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহকের মরণোত্তর চেক হস্তান্তর

প্রকাশঃ ১৪ ডিসেম্বর, ২০২২ ০৭:১৯:৪৯ | আপডেটঃ ১৪ জানুয়ারী, ২০২৫ ০১:২২:০৮  |  ৬৯০

সিএইচটি টুডে ডট কম, খাগড়াছড়ি। খাগড়াছড়িতে সড়ক দুর্ঘটনায় নিহত পরিবহন শ্রমিক মো. আইয়ুবের নমিনীর কাছে বীমা অঙ্কের মরণোত্তর চেক হস্তান্তর করেছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানী। বুধবার দুপুরে খাগড়াছড়ি কেন্দ্রীয় বাস টার্মিনালের শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে চেক হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানীর চট্টগ্রাম অঞ্চলের জেনারেল ম্যানেজার মো. জাবেদ হোসেন। 

 

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স খাগড়াছড়ি অফিসের ইনর্চা ডিজিএম মুহাম্মদ ইলিয়াছ উজ জামানের সভাপতিত্বে চেক হস্তান্তর উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় খাগড়াছড়ি প্রেস ক্লাবের সহ-সভাপতি মো. জহুরুল আলম, খাগড়াছড়ি সড়ক পরিবহন মালিক গ্রুপের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ রায় দাশ, খাগড়াছড়ি পার্বত্য জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক হাজী মো. মাহাবুব উল আলম, খাগড়াছড়ি জীপ মালিক সমিতির সভাপতি মো. আব্দুল আজিম সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের চট্টগ্রাম অঞ্চলের ডিজিএম মো. আবুল কালাম অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন। 

 

সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের খাগড়াছড়ি অফিসের ইনচার্জ মুহাম্মদ ইলিয়াছ উজ জামান বলেন, প্রয়াত মো. আইয়ুব লাখ ২৪ হাজার টাকার বীমা অঙ্কে মাত্র হাজার টাকার প্রিমিয়াম জমা দিয়ে মারা গেছেন। কিন্তু কোম্পানীর পক্ষ থেকে পুরো বীমা অঙ্কের মরণোত্তর চেক প্রদান করা হয়েছে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স শতভাগ গ্রাহকের সকল বীমা অঙ্ক পরিশোধ করে থাকে

 

খাগড়াছড়ি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions