মঙ্গলবার | ১৫ অক্টোবর, ২০২৪

তরুণ উদ্যোক্তাদের নিয়ে ওয়ান ব্যাংকের মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

প্রকাশঃ ১০ নভেম্বর, ২০২২ ০৭:২৭:৪৬ | আপডেটঃ ১৪ অক্টোবর, ২০২৪ ১২:২১:৩১  |  ১১২১
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রাঙামাটিতে ওয়ান ব্যাংকের উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের নিয়ে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হয়েছে ।
বৃহস্পতিবার সকাল ১১ টায়  রাঙামাটি চেম্বার অব কমার্সের সম্মেলন কক্ষে বাংলাদেশ ব্যাংকের সার্বিক সহযোগিতায় ওয়ান ব্যাংকের উদ্যোগে তরুণ উদ্যোক্তাদের নিয়ে মাস ব্যাপী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করেন বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালক মোঃ নজরুল ইসলাম।

বাংলাদেশ ব্যাংকের যুগ্ম-পরিচালক মোঃ জাহিদ ইকবাল ওয়ান ব্যাংকের হেড অফ এস. এম. ই এন্ড ফোকাল কর্মকর্তা মোঃ কামরুল আহসান ও রাঙামাটি ওয়ান ব্যাংকের ব্যবস্থাপক আজিজুর রহমান উপস্থিত ছিলেন।

সভায় ওয়ান ব্যাংকের যুগ্ম-পরিচালক মোঃ জাহিদুর ইকবাল জানান,পার্বত্য অঞ্চলের বিভিন্ন উদ্যোক্তাদের নিয়ে কাজ করছে ওয়ান ব্যাংক। তরুণ উদ্যোক্তাদের মাঝে আত্মবিশ্বাস ত্বরান্বিত করতে ওয়ান ব্যাংক এই প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে।

প্রশিক্ষণ কর্মশালায় কিভাবে ব্যাংগুলো থেকে ঋণ নিতে হবে, কিভাবে শিক্ষিত যুবক যুবতীরা  আত্মকর্মসংস্থানমূলক কর্মকান্ড গড়ে তুলবে সে  বিষয়ে ধারণা দেওয়া হয়।

প্রসঙ্গ, গত১৩ অক্টোবর শুরু হওয়া  এসএমই প্রশিক্ষণ কর্মশালা চলে ১০ নভেম্বর পর্যন্ত। এতে মোট ২৫ জন তরুণ উদ্যোক্তা নারী-পুরুষ অংশগ্রহণ করেন।



অর্থনীতি |  আরও খবর
এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions