শনিবার | ২০ এপ্রিল, ২০২৪

মঙ্গলবার রাঙামাটিতে করোনা আক্রান্তের সংখ্যা ৪২

প্রকাশঃ ১৮ জানুয়ারী, ২০২২ ০১:১৩:২৬ | আপডেটঃ ১৮ এপ্রিল, ২০২৪ ০৩:১৫:৫৩  |  ৬৮৪
সিএইচটি টুডে ডট কম, রাঙামাটি। রেড জোন ঘোষণা দেয়া রাঙামাটিতে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, আজ মঙ্গলবার রাঙামাটি পিসিআর ল্যাব ও এন্টেজিনায় ১২৬জন নমুনা পরীক্ষা করেছেন এরমধ্যে ৪২জনের পজেটিভ  এসেছে। নমুনা পরীক্ষা অনুসারে সনাক্তের হার ৩৩.৩৩% পার্সেন্ট।

মঙ্গলবার রাঙামাটি পিসিআর ল্যাবে ৭০ জন এবং এন্টেজিনায় পরীক্ষা করেছেন ৫৬জন। মোট ১২৬জনের মধ্যে রাঙামাটি সদরে ২৬জন, কাপ্তাই উপজেলায় ৯জন, বিলাইছড়িতে ২জন, নানিয়ারচরে ২জন, বিলাইছড়িতে ২জন এবং কাউখালী উপজেলায় ১জনের পজেটিভ আসে।
রাঙামাটিতে এপর্যন্ত ২৭,৩৫৪জন নমুনা পরীক্ষা করেছেন এরমধ্যে নেগেটিভ এসেছে ২২,৯৬০জনের। এরমধ্যে পজেটিভ এসেছে ৪,৩৯৪জন। মোট মৃত্যুবরণ করেছে ৩৪জন।

রাঙামাটিতে প্রথম ডোজের টিকা নিয়েছেন ৩,৯৬,১৭৪ জন, ২য় ডোজের টিকা নিয়েছেন ২,৯৯,৮২০জন।

এইমাত্র পাওয়া
আর্কাইভ
সর্বসত্ত্ব সংরক্ষিত, ২০১৭-২০১৮।    Design & developed by: Ribeng IT Solutions